ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

ছাত্র আন্দোলনে নীরব থাকায় সিনেমা থেকে বাদ ফেরদৌস

বিনোদন | ১৮ আগস্ট ২০২৪, রবিবার, ৬:৪৬

অনলাইন ডেস্ক


শিক্ষার্থী-জনতার আন্দোলনের মুখে চলতি মাসের ৫ তারিখ পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার দেশত্যাগের খবরে অনেক মন্ত্রী, এমপিরা দেশ ছাড়েন। কেউ কেউ আত্নগোপনে আছেন বলেও শোনা যাচ্ছে। এদিকে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো জয়ী হয়েছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। নির্বাচনের পর এক বছরও সংসদ সদস্য হিসেবে থাকা হয়নি এই নায়কের। সংসদ বিলুপ্ত ঘোষণা করায় সাত মাসের মাথায় এমপির পদ থেকে ছিটকে যান তিনি। এমনকি শেখ হাসিনার দেশত্যাগের খবরের পর লাপাত্তা হয়ে যান ফেরদৌস। দেশে আছেন নাকি দেশের বাইরে, তারও কোনো খবর মেলেনি। এরই মধ্যে এমন আরও একটি দুঃসংবাদ পেলেন এই নায়ক। ছাত্র আন্দোলনে নীরব থাকায় টালিউডের একটি সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com