ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

মিমিকে ধর্ষণের হুমকি, কড়া জবাব সৃজিতের

বিনোদন | ২১ আগস্ট ২০২৪, বুধবার, ৬:২২

অনলাইন ডেস্ক


কলকাতার আরজি কর হাসপাতাল কাণ্ডে বিচার চেয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। আর তাতেই হুমকির শিকার হতে হয় তাকে। সোশ্যাল মিডিয়ায় সরাসরি ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে এই অভিনেত্রীকে। এবার এই ঘটনার প্রতিবাদ জানিয়ে জবাব দিলেন পরিচালক সৃজিত মুখার্জী। মূলত ধর্ষণ হওয়া সেই নারী চিকিৎসকের বাড়িতে গিয়ে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কিন্ত তা গ্রহণ করেননি তার পরিবার। সেই প্রসঙ্গ তুলেই মিমিকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। সেখানে লেখা হয়, আজ এই কাণ্ড যদি মিমির সঙ্গে ঘটত তা হলে কী করত? মিমির পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হত নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি তার পরিবারকে ১০ লাখ টাকা দিয়ে দেব। কলকাতা পুলিশের ডিসিপিকে ট্যাগ করে এই মন্তব্যের স্ক্রিনশট সোশ্যালমিডিয়ায় পোস্ট করেন মিমি। সেখানে লেখেন, আমরা কী এই কারণেই লড়ছি? আমরা একজন নারীর জন্য বিচার চাইছি তাই না? ধর্ষণের হুমকি দেওয়াটা যেন জলভাত করে ফেলেছে এরা। তারাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন, মেয়েদের পাশে রয়েছেন! এটা কোন ধরনের শিক্ষা? মিমির পোস্ট করা সেই মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করে সৃজিত লিখেন, তারকাদের ঘৃণা করুন কিন্তু ভেবেচিন্তে। জেলে ইন্টারনেট নাও পেতে পারেন।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com