
বাধঁনের অনুরোধ
বিনোদন | ২৫ আগস্ট ২০২৪, রবিবার, ৫:৩৬
অনলাইন ডেস্ক
গেল মাসে কোটা আন্দোলনে ছাত্রদের সঙ্গে একাত্মতা জানিয়ে রাজপথে ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এমনকি বিজয়ের পর ‘ডাকাত’ ঠেকাতে বঁটি হাতে রাতে পাহারায় নেমেছিলেন তিনি। বর্তমানে ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা। এবারো বিপদের সময় সচেতনতা তৈরি ও মানুষকে এগিয়ে আশার আহ্বান জানাচ্ছেন বাঁধন। নিজের সাধ্যমতো বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তিনি। সেই সঙ্গে উদ্যোগ নিচ্ছেন অন্যদেরও সংযোগ ঘটাতে। এবার তিনি আহ্বান জানালেন বন্যার্তদের জন্য পোশাক সংগ্রহের। অভিনেত্রী বলেন, বন্যায় ঘর-বাড়ি ভেসে যাওয়া মানুষগুলোর এখন সবচেয়ে জরুরি শুকনো পোশাক ও খাবারের। আমি মনে করি প্রথমেই জরুরি পোশাক। আমি নিজেই এরমধ্যে ঘর থেকে যা পেরেছি সেগুলো দুর্গতদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছি।