ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

রোহিঙ্গা ইস্যু আঞ্চলিক সংকটে ক্ষতিগ্রস্তদের জীবন রক্ষাকারী সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

আন্তর্জাতিক | ২৫ আগস্ট ২০২৪, রবিবার, ৫:৪১

অনলাইন ডেস্ক


মিয়ানমারে চলমান মানবিক সংকট এবং মানবাধিকার লঙ্ঘন এবং দেশটির জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে রোহিঙ্গাদের সমস্যা আরও বাড়িয়ে তুলেছে। রোহিঙ্গা গণহত্যার সাত বছর পূর্তি উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কন এই মন্তব্য করেছেন। শনিবার স্টেট ডিপার্টমেন্টের এক বিজ্ঞপ্তিতে এই মন্তব্য করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে ব্লিঙ্কেন বলেন, মিয়ানমারে চলমান মানবিক সংকট এবং মানবাধিকার লঙ্ঘন সেখানের অনেক জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যদের বিশেষ করে রোহিঙ্গাদের সমস্যা আরও বাড়িয়ে তুলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গা গণহত্যা থেকে বেঁচে যাওয়াদের পাশে দাঁড়িয়েছে। এছাড়া রোহিঙ্গা সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত সদস্যদের এবং মিয়ানমার, বাংলাদেশ এবং আঞ্চলিক সংকটে ক্ষতিগ্রস্তদের জীবন রক্ষাকারী সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com