
বন্যার্তদের সহায়তায় অপু বিশ্বাস
বিনোদন | ২৬ আগস্ট ২০২৪, সোমবার, ৭:৪৭
অনলাইন ডেস্ক
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের ১১ জেলার মানুষ। এমন পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাড়াচ্ছেন শোবিজ তারকারা। এবার বন্যা আক্রান্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণত্রাণ কর্মসূচিতে সহায়তা পাঠিয়েছেন এ নায়িকা। রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টার একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন অপু বিশ্বাস। ভিডিওতে দেখা যায়, তার প্রতিনিধি হিসেবে এক যুবক কিছু অর্থ গণত্রাণ কর্মসূচিতে প্রদান করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হওয়ায় মনটা ভালো নেই। অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্তনাদ দেখলে মন চায় ছুটে যাই তাদের কাছে। অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে। কারণ, আমার নিজেরও ছেলে আছে।