ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

উত্তাল কলকাতা বিক্ষোভে পুলিশি বাধা, মমতার পদত্যাগ দাবি আন্দোলনকারীদের

আন্তর্জাতিক | ২৭ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ৪:০৬

অনলাইন ডেস্ক


উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। কলকাতার আরজি কর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রেখেছে সেখানের জনতা এবং সাধারণ শিক্ষার্থীরা। তারা মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছে। বিক্ষোভ দমনে চড়াও হয়েছে কলকাতার পুলিশ। মঙ্গলবার পুলিশের সঙ্গে সাধারণ বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, বিক্ষোভ দমনে কলকাতায় অতিরিক্ত ৬ হাজার পুলিশ মোতায়েন করেছে পশ্চিমবঙ্গের সরকার। এদিন সচিবালয় ঘেরাও করতে অগ্রসর বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। তাদের দাবি প্রতিবাদ মিছিলের কোনো অনুমতি দেয়া হয়নি। তৃণমূল বলছে নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার সুযোগ কাজে লাগিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে একটি মহল।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com