
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য
জাতীয় | ২৮ আগস্ট ২০২৪, বুধবার, ৭:১২
অনলাইন ডেস্ক
ড. নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। বহু বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মেধাবী এবং যোগ্য ব্যক্তিকে উপাচার্য হিসাবে পদায়ন করা হলো। তাঁর এই নিয়োগ সর্বমহলেই একটি স্বাগত সংবাদ হিসেবে অভিনন্দিত হলেও গুটিকতক ব্যক্তি তাঁর যোগ্যতা এবং শিক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন, যা শুধু দুঃখজনকই নয়, নিন্দনীয়ও বটে। ঢাকা বিশ্ববিদ্যালয় আমার প্রাণের প্রতিষ্ঠান। একজন শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে আমি তাদের এইসব প্রশ্নের জবাব দেওয়া জরুরী মনে করি।
কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ড. নিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন - তিনি কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হবেন? তাতে সমস্যা কোথায়? জেনে রাখা ভালো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য ড. মুহাম্মদ শামস উল হক ও ২০তম উপাচার্য ড. এম মনিরুজ্জামান মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন নি এবং ১৮তম উপাচার্য মোঃ শামসুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়।
অপর দিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও আমার প্রিয়ভাজন এবং অনুজতুল্য ড. নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাঁর হাত ধরে অনেক ছাত্র সাফল্যের সাথে শিক্ষা সমাপন করে একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন - কেউ হয়েছেন সরকারি বেসরকারি পদস্থ কর্মকর্তা। একটি সাফল্যময় বৈষম্যবিরোধী আন্দলনের পরেও যারা মনে করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়া গেলেও অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে পারবেন না, তাঁরা কুপমুন্ডক বৈ অন্য কিছু নন।