
ড. ইউনূসের ভাষণের সমালোচনা ও একটি নির্মোহ বিশ্লেষণ
জাতীয় | ২৮ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৫:০৮
অনলাইন ডেস্ক
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। সেখানে অবস্থানকালে সম্প্রতি তিনি তার ব্যক্তিগত বন্ধু সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রতিষ্ঠান “ক্লিন্টন গ্লোবাল ইনিসিয়েটিভে’র” আয়োজনে একটি অনুষ্ঠানে বাংলাদেশের সাম্প্রতিক ঘটে যাওয়া গণঅভ্যুত্থান নিয়ে একটি বক্তব্য দিয়েছেন। বক্তব্যের একটি অংশ নিয়ে কেউ কেউ এরইমধ্যে ব্যাপক সমালোচনায় মুখর হয়েছেন। সন্দেহ নেই, বিশ্বজুড়ে বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল ব্যক্তিত্ব ড . মুহাম্মদ ইউনূস। বলা যায়, বিশ্ব দরবারে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় ব্রান্ড অ্যাম্বাসেডর। তাই বলে ড. ইউনূস কোনো ভুল করবেন না বা তার বক্তব্যের মধ্যে কোনো ভুল থাকবে না এমনটি মনে করার কোনো কারণ নেই। ড. মুহাম্মদ ইউনূস কি সমালোচনার ঊর্ধ্বে কোনো ব্যক্তিত্ব? না, মোটেও তা নন। সুতরাং অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার কোনো বক্তব্য কিংবা কর্মে ভুল যেমন করতে পারেন তেমন করে তা নিয়ে সমালোচনাও হতে পারে। প্রশ্ন হলো, সমালোচনাটা কে কোন দৃষ্টিকোণ থেকে করছেন, কোন উদ্দেশ্য নিয়ে করছেন। জনাব ইউনূসের বক্তব্যের কোন অংশটি নিয়ে বেশি সমালোচনা হচ্ছে সেটি একটু জেনে নেই। বক্তব্যের এক পর্যায়ে তিনি জুলাই আগস্টের গণ -অভ্যুত্থান নিয়ে বলেছেন " It's amazing meticulously designed thing, it's not just suddenly came .It's very well designed."
প্রথমত, তার এ বক্তব্যের সাথে আমি একমত নই। আমি নিশ্চিত, আরো অনেকেই একমত পোষণ করবেন না। এটি না করার কারণ, কোনো গণ-বিপ্লব কখনো পরিকল্পনা করে হয় না। সেটিই যদি হবে তাহলে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে শেখ হাসিনা যে মন্তব্য করেছিলেন সেটিও পরিকল্পনারই অংশ হওয়ার কথা। কারণ, শেখ হাসিনার সেই মন্তব্যের পরই কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন হঠাৎ অগ্নিগর্ভ হয়ে উঠতে দেখা যায়।