
শ্লীলতাহানির অভিযোগে তোলপাড় মালয়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি
আন্তর্জাতিক | ২৮ আগস্ট ২০২৪, বুধবার, ৭:১৫
অনলাইন ডেস্ক
যৌন হয়রানির অভিযোগে মোট ১৭টি মামলা নথিভুক্ত করা হয়েছে যাতে তোলপাড় মালয়ালাম ফিল্ম ইন্ডস্ট্রি গোটা ভারত। মালয়ালাম ফিল্ম শিল্পী-সমিতির (এএমএমএ) বিলুপ্তির দাবিও তুলেছেন কেউ কেউ। বেশ কয়েকজন চলচ্চিত্র তারকা ও চলচ্চিত্র নির্মাতাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে পারে বলে ধারণা করা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, সর্বশেষ অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী সোনিয়া মালহার, তিনি ২০১৩ সালে এক অভিনেতার কাছ থেকে সেটে শ্লীলতাহানির শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছেন। অভিনেত্রী কেরালা সরকার দ্বারা গঠিত বিশেষ তদন্ত দলের কাছে অভিযোগ দায়ের করেছেন। তিনি গণমাধ্যমকে অভিনেতা জয়সূর্যকে তার অভিযোগের সাথে যুক্ত না করার আহ্বান জানিয়েছেন।
অভিনেত্রী মিনু মুনির দুই দিন আগে অভিনেতা এম মুকেশ, জয়সূর্য, মানিয়ানপিল্লা রাজু এবং ইদাভেলা বাবুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন। জনসম্মুখে এ বিষয়ে মুখ খোলায় তাকে বিভিন্ন হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে তাকে দেয়া হুমকির একটি স্ক্রিনশট শেয়ার করেন। তদন্তকারী সংস্থা এসআইটি শীঘ্রই তার অভিযোগ আমলে নেয়ার কথা জানিয়েছে।
এনডিটিভির সাথে এক সাক্ষৎকারে আলোচিত অভিনেত্রী মিনু মুনির তার সেই শ্লীলতাহানির ঘটনা বর্ণনা করেছেন।