ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

আমরা দু’জনেই কোটা আন্দোলনের পক্ষে ছিলাম: আনিসুল হক

জাতীয় | ২৯ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৩:১৪

অনলাইন ডেস্ক


সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ড শুনানি চলাকালে আদালতকে বলেছেন, ‘আমরা দু’জনই (আমি ও সালমান এফ রহমান) কোটা আন্দোলনের পক্ষে ছিলাম। আমি নির্দোষ। ঘটনার বিষয় কিছুই জানি না। আদালতের কাছে ন্যায়বিচার চাই।’ শুনানি শেষে তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সুমন সিকদার (৩১) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পুলিশ তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৯ জুলাই রাজধানীর বাড্ডায় নিহত হন সুমন সিকদার। এই ঘটনায় ২০ আগস্ট তার মা বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আনিসুল হক ও সালমান এফ রহমানসহ ১৭৯ জনকে আসামি করে বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই রেজাউল আলম উল্লেখ করেন, সালমান এফ রহমান, আনিসুল হক মামলার এজাহারনামীয় ৪ ও ৫ নং আসামি। এজাহারে বর্ণিত সহিংস ঘটনার বিষয়সহ ভিকটিম মো. সুমন সিকদারকে (৩১) হত্যার ঘটনা তারা অবগত আছেন। এছাড়া তারা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এজাহারনামীয় অন্যান্য আসামিদের উস্কানি দেয়াসহ গুলি করে লোক হত্যার নির্দেশ প্রদান করিয়াছে মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এর আগে ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়। বুধবার (১৪ আগস্ট) নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় তাদের দু’জনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com