
দক্ষিণ সুনামগঞ্জে সাইবার মামলা, ক্ষুব্ধ প্রতিক্রিয়া নির্মাতা জসীম আহমেদের
বিনোদন | ২৯ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৩:১৬
অনলাইন ডেস্ক
দক্ষিন সুনামগঞ্জ থানায় দায়ের করা একটি সাইবার মামলার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক জসীম আহমেদ। অতীতের মত এবারও এই আইনের অপপ্রয়োগ নিয়ে ফেসবুকে সরব হতে দেখা গেলো তাকে। সুনামগঞ্জে সাংবাদিক পরিচয়ে যুবলীগের ফেরা ও আওয়ামী পুলিশের সাইবার আইনের অপব্যবহার- শিরোনাম দিয়ে একটি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, স্বৈরাচার পতনের পর অনেকেই ভেবেছিলেন বাঁক স্বাধীনতা পেয়ে গেছেন? কি বোর্ডে আর বেকস্পেস চাপবেন না? না, পারবেন না। বর্তমান অন্তর্বর্তী সরকার বা বিএনপির সমালোচনাতো দুরের কথা, পতিত স্বৈরাচারের দোসরদের নিয়েও কিছু লেখার স্বাধীনতা পাওয়া যাচ্ছে না। স্বৈরাচারের তৈরি কালো আইন ও তাদের নিয়োগ করা পুলিশ লীগ আছে। সাথে আওয়ামীলীগ- যুবলীগও মুখোঁশ পরে নানা পরিচয়ে ফিইরা আসছে। পুলিশ এখনো পুরনো স্টাইলে সাইবার আইনের অপব্যবহারেরও অপচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, এবার সাংবাদিক পরিচয়ে যুবলীগ ফিরেছে সুনামগঞ্জে। তারা আওয়ামীলীগের পুলিশ ব্যবহার করে বিএনপি কর্মীদের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করাচ্ছে বা করছে। আওয়ামীলীগের সাবেক মন্ত্রী এম এ মান্নানের নিয়োগ করা শান্তিগঞ্জ থানার ওসি সেই মামলা নেয়ার কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেও।এদিকে দুটি আলাদা ফেসবুক পোস্টের লিংক জুড়ে দেন নির্মাতা।