ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

স্ত্রীকে হত্যা করে সৎ মেয়েকে নিয়ে পালাতে চেয়েছিলেন এক বৃদ্ধ

আন্তর্জাতিক | ২৯ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৩:২৭

অনলাইন ডেস্ক


স্ত্রীকে হত্যার চেষ্টা করায় এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের কাছে ওই ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি খাবার পানীয়ের সঙ্গে কোকেন মিশিয়ে তার স্ত্রীকে হত্যা করে সৎ মেয়েকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে। ওয়েন কাউন্টি আদালতের বিচারে অ্যালফ্রেড ডব্লিউ রুফ নামের ওই ব্যক্তির অপরাধ প্রমাণিত হয়েছে এবং তাকে চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ। এতে বলা হয়- আদালত জানিয়েছে, হত্যার ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হওয়ায় রুফকে এই শাস্তি দেয়া হয়েছে। স্ত্রীকে হত্যার চেষ্টা করার পর ৭১ বছর বয়সী ওই বৃদ্ধ নিজেই প্রথমে তার স্ত্রীর কাছে অপরাধের কথা স্বীকার করেন, কেননা তার তখন অপরাধবোধ হচ্ছিল। ২০২২ সালে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে রুফের স্ত্রী লিজা বিশপ। এরপরই ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের পুলিশ এ বিষয়ে তদন্তে নামে। লিজা বিশপ অভিযোগপত্রে বলেছেন, তাকে বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে কেননা তার স্বামী তাকে হত্যার চেষ্টা করেছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com