ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

ভারতে পাওয়া ছাত্রলীগ নেতাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, দাবি পুলিশের

আন্তর্জাতিক | ৩০ আগস্ট ২০২৪, শুক্রবার, ৫:৪৬

অনলাইন ডেস্ক


বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ দলের একজন শীর্ষ নেতা, ইসহাক আলী খান পান্না, যিনি তার সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু এক রহস্যজনক মৃত্যুর পর বাংলাদেশ-মেঘালয় রাজ্যের অদূরে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে তারা। পুলিশের দাবি পান্নাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, বাংলাদেশ-ভরতের মেঘালয় রাজ্যের দেড় কিলোমিটার দূরে ২৬ই আগস্ট আওয়ামী লীগ নেতার অর্ধগলিত লাশ শনাক্ত করে পুলিশ। পুলিশের বর্ণনা অনুযায়ী ইসহাককে মেঘালয় রাজ্যের বাংলাদেশ সীমান্তের কাছে জৈন্তিয়া পাহাড়ের দোনা ভোই গ্রামের একটি সুপারি বাগানের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে তার সাথে থাকা পাসপোর্ট দেখে পুলিশ ইসহাকের পরিচয় শনাক্ত করা হয়। ইসহাককে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এছাড়াও তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com