ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

বন্যায় এখন পর্যন্ত মৃত্যু ৫৪, ক্ষতিগ্রস্ত ৫০ লাখের বেশি মানুষ

জাতীয় | ৩০ আগস্ট ২০২৪, শুক্রবার, ৫:৪৮

অনলাইন ডেস্ক


দেশের ১১ জেলায় বন্যায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আর এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫০ লাখের বেশি মানুষ। শুক্রবার এ তথ্য জানানো হয়। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ফেনীতে ১৯, কুমিল্লায় ১৪, নোয়াখালীতে ৮, চট্টগ্রামে ৬, কক্সবাজারে ৩, খাগড়াছড়িতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ ও মৌলভীবাজারে ১ জন রয়েছেন। মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত ১১টি জেলার ৬৪টি উপজেলা বন্যায় প্লাবিত। জেলাগুলো হলো-ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট। বন্যায় পানিবন্দী পরিবারের সংখ্যা ১০ লাখ ৯ হাজার ৫২২টি। আর এতে ৫৪ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com