
২০২৪ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ডনাল্ড ট্রাম্প ও কমালা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই
আন্তর্জাতিক | ৩০ আগস্ট ২০২৪, শুক্রবার, ৫:৪৯
অনলাইন ডেস্ক
২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক বৃত্তে ততই বাড়ছে প্রতিযোগিতা। এই দৌড়ে দুইজন বিশিষ্ট ব্যক্তি হলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। উভয় প্রার্থীই তাদের নিজ নিজ দলের প্রধান প্রতিনিধি এবং বর্তমানে তাদের জনপ্রিয় ক্ষেত্রগুলোর মধ্যে নির্বাচনে এগিয়ে রয়েছেন। এই বিশ্লেষণটিতে সাম্প্রতিক ভোটে তাদের অবস্থান, তহবিল সংগ্রহের প্রচেষ্টা, মূল শক্তি, চ্যালেঞ্জ এবং প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার সামগ্রিক সম্ভাবনাগুলো অন্বেষণ করা হয়েছে।
বর্তমান পোলিং ট্রেন্ডস
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই মূলত রিপাবলিকান পার্টির ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ডেমোক্রেটিক পার্টির কমালা হ্যারিসের । উভয় প্রার্থীই নির্বাচনী লড়াইয়ের জন্য গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি করছেন, যেখান থেকে নির্বাচনের ফলাফল নির্ধারিত হতে পারে। এই রাজ্যগুলোতে ট্রাম্প এবং হ্যারিসের পোলিং ট্রেন্ড তুলে ধরা হলো
স্টেট ডনাল্ড ট্রাম্প (রিপাবলিকান) কমালা হ্যারিস (ডেমোক্র্যাটিক)
মিশিগান ৪৭ % ৪৫%
লিড- ট্রাম্প +২
উইসকনসিন ৪৮% ৪৬%
লিড ট্রাম্প +২
পেনসিলভানিয়া ৪৬% ৪৭ %
লিড হ্যারিস +১
অ্যারিজোনা ৪৮ % ৪৭ %
লিড ট্রাম্প +১
নেভাদা ৪৬ % ৪৮%
লিড হ্যারিস +২