ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

৭ অক্টোবরের হামলায় হামাসের ছয় নেতাকে দায়ী করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক | ৪ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ১:০২

অনলাইন ডেস্ক


গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর দায়ে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার সহ ছয় উচ্চপদস্থ নেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। দেশটির অভিযোগ হচ্ছে হামাসের শীর্ষ পর্যায়ের এসব নেতাদের সাথে ৭ অক্টোবরের হামলার সরাসরি যোগসূত্র রয়েছে। মার্কিন বিচার বিভাগ ছয়জন শীর্ষ হামাস নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে। তাদের মতে এক বছর আগের ওই নজিরবিহীন হামলায় হামাসের শীর্ষ ছয়জন নেতা দায়ী। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ৭ অক্টোবরের হামলায় হামাস নেতাদের জবাবদিহিতার আওতায় আনতে এটিই যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার প্রথম পদক্ষেপ। যদিও অভিযুক্ত ছয় হামাস নেতার তিন জনই এখন মৃত। আর অন্যদিকে সিনওয়ারকে খুব সহজে খুঁজে পাওয়া যাবে বলে মনে করেনা মার্কিন প্রশাসন। তাদের ধারণা তিনি গাজা উপত্যকার কোথাও অজানা কোনো সুড়ঙ্গে লুকিয়ে রয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com