
অপহরণ মামলা সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফী ৮ দিনের রিমান্ডে
জাতীয় | ৪ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ১:০৪
অনলাইন ডেস্ক
রাজধানীর হাজারীবাগে অপহরণের পর মুক্তিপণ আদায়ের মামলায় গ্রেফতার সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ হিল কাফীকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত এ আদেশ দেন।
কাফীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার উপপরিদর্শক মো. আবুল কালাম আজাদ। এরপর তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, কাফী ধানমন্ডি জোনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে নিয়োজিত থাকাকালে ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি মামলার অপর আসামি সাবেক আইজিপি বেনজীর আহমেদ, পুলিশ কর্মকর্তা মারুফ হোসেন সরদার, হাজারীবাগ থানার ওসি ইকরাম আলী মিয়া এবং আসামি মাইনুদ্দিন কাজলসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন মিলে ধানমন্ডি থেকে মামলার বাদীকে অপহরণ করে।
বাদীকে হাজারীবাগ থানা এলাকায় অজ্ঞাত স্থানে আটকে রেখে মুক্তিপণ চেয়ে বিপুল পরিমাণ অর্থ তার পরিবারের কাছ থেকে আদায় করেন বলে মামলার অভিযোগে বলা হয়।
এর আগে গত সোমবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আব্দুল্লাহ হিল কাফী আটক করে ডিবি পুলিশ। সে সময় ডিবি সূত্র জানায়, গত ৫ আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় আবদুল্লা হিল কাফীর সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।