
'স্বৈরাচারের পতন না হলে আজ আয়নাঘরে থাকতাম'
বিনোদন | ৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৭:২৩
অনলাইন ডেস্ক
গত আগস্টের ৫ তারিখ ছাত্র-জনতার তোপের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। যে ঘটনার পর অনেকেই বলেন বাংলাদেশ দ্বিতীয়বারের মত স্বাধীনতা পেয়েছে। সাধারণ মানুষের সঙ্গে উচ্ছ্বাসে মেতে উঠে দেশের শোবিজ অঙ্গনও।
সংগীতশিল্পী ও সোশ্যাল ইনফ্লুয়েনসার তাসরিফ খান তাদের মধ্যে একজন। গতকাল(৫ সেপ্টেম্বর) শেখ হাসিনা পালিয়ে যাওয়ার একমাস পূর্ণ হয়। সেই পূর্তিতে সামাজিক মাধ্যমে তাসরিফ জানালেন, সেদিন সরকার পতন না হলে আয়নাঘরে থাকতেন। তিনি লিখেন, ৩৬শে জুলাই (৫ আগস্ট) স্বৈরাচারের পতন না হলে আজকে নির্ঘাত আয়নাঘরে থাকতাম। তার সেই পোস্টে মন্তব্যে করে সহমত প্রকাশ করেন তার অনুরাগীরা। আবার অনেকে তার ওই পোস্ট ঘিরে রসিকতাও করেন।
উল্লেখ্য, দেশে হাসিনার শাসনামলে গুম, খুনের মত বহু ঘটনা ঘটে। যারা গুম হতেন, তাদের আয়নাঘর নামে একটি স্থানে রাখা হত বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে। যাদের মধ্যে ভুক্তভোগী ছিলেন হাসিনার বিরোধী রাজনৈতিক কর্মী বা আওয়ামী মতবিরোধীরা।