
কেনিয়ায় স্কুলের বোর্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৭ শিক্ষার্থী
আন্তর্জাতিক | ৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৭:২৪
অনলাইন ডেস্ক
কেনিয়ার একটি আবাসিক স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৭ শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া ওই দুর্ঘটনায় ১৩ জনের অধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, শুক্রবার কেনিয়ার মধ্যাঞ্চলের নাইরি নামে এলাকার একটি স্কুলের আবাসিক শিক্ষার্থীদের বোর্ডিং ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে বলে সতর্ক করা হয়েছে। নাইরির পাহাড় ঘেঁষা ওই স্কুলটিতে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুলটি রাজধানী নাইরোবি থেকে প্রায় ১৭০ কিলোমিটার উত্তরে অবস্থিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে এখনও আহত সকলের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে হতাহতের বেশির ভাগই শিশু বলে জানানো হয়েছে।