ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

শাহবাগ থেকে ডম্বুর বাঁধ অভিমুখে ‘লং মার্চ’

জাতীয় | ৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৭:২৭

অনলাইন ডেস্ক


বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে ‘লং মার্চ’ কর্মসূচি শুরু হয়েছে। ‘ইনকিলাব মঞ্চ’ এর উদ্যোগে শুক্রবার রাজধানীর শাহবাগ থেকে ১০টি ট্রাকে রওনা দেয় ছাত্র-জনতা। এর আগে লং মার্চে যোগ দিতে সকাল থেকে শাহবাগে বহু শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ জড়ো হন। হাতে ও মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং ব্যানার নিয়ে সেখানে জড়ো হন তারা। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্রাকযোগে ডম্বুর বাঁধ অভিমুখে লংমার্চ শুরু করে ইনকিলাব মঞ্চ। এ সময় তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘এই গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘ইনকিলাব ইনকিলাব’, ‘খুনি ভারতের নদীর বাঁধ, বাংলাদেশের মরণ ফাঁদ’, ‘পদ্মা-তিস্তা-আবরার, যুদ্ধে ডাকে বারবার’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। জানা যায়, এই লং মার্চ প্রথমে রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তায় পথসভা করবে। পরে দুপুর ২টায় কুমিল্লার চান্দিনায় একটি পথসভা করবে। এরপর বিকাল ৪টায় কুমিল্লার টাউন হলে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে পদযাত্রা নিয়ে বিবির বাজার পৌঁছাবে মার্চটি।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com