ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

শুক্রবার মেট্রোরেল চালাতে সময় চায় ডিএমটিসিএল

জাতীয় | ৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৭:২৮

অনলাইন ডেস্ক


শুক্রবার মেট্রোরেল চলাচলের উদ্যোগ নিলেও তা আপাতত শুরু হচ্ছে না। আজ বিকাল থেকে মেট্রোরেল চলাচল শুরু হওয়ার কথা ছিল। সপ্তাহের এই দিনটিতে(শুক্রবার) মেট্রোরেল পরিচালনা করতে আরও সময় নিতে চায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড(ডিএমটিসিএল)। চালু হওয়ার পর থেকে শুক্রবার ব্যতীত সপ্তাহের ছয়দিন( শনিবার-বৃহস্পতিবার) মেট্রোরেল চলাচল করছে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রোরেলের স্টেশনগুলোতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। ডিএমটিসিএলের এমআরটি-৬ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মোহাম্মদ জাকারিয়া এসব তথ্য জানান। সরকারের এ অতিরিক্ত সচিব বলেন, ‘শুক্রবার মেট্রোরেল চলাচলের বিষয়ে যথেষ্ট কনফিউশন আছে। আমাদের পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে কখনও বলে নাই যে এই শুক্রবার থেকে মেট্রোরেল চলাচল করবে।’

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com