ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

আলোচনায় সালমার 'এক দফা এক দাবি'

বিনোদন | ৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৮:৩১

অনলাইন ডেস্ক


জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা অনেকটা সময় পর নতুন গান নিয়ে হাজির হয়েছেন। আর হাজির হয়েই চমকে দিয়েছেন। তার গাওয়া 'এক দফা এক দাবি' শিরোনামের নতুন গানটি বেশ অল্প সময়ে ইউটিউবে ৬ লাখ ভিউ অতিক্রম করেছে। ‘কথা কিন্তু পরিষ্কার, চাই আমার অধিকার, এক দফা এক দাবি তুই আমার হবি’-এমন কথার গানটি লিখেছেন সোহেল খান। মিউজিক করেছেন রোহান রাজ। গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সোহেল শুভ আরোশি। গানটি আজ এসএলকে মিউজকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। এরইমধ্যে বেশ আলোচনায় এসেছে গানটি। সালমা বলেন, ১৩ জুলাইয়ের পর থেকে নতুন কোনো গানে কণ্ঠ দিতে পারিনি। একের পর এক রেকর্ডিংয়ের প্রস্তাব থাকলেও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ঘর থেকে বের হইনি।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com