
মস্কো যাচ্ছেন অজিত দোভাল
আন্তর্জাতিক | ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৫:৪৯
অনলাইন ডেস্ক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শান্তি আনার লক্ষ্য নিয়ে এ সপ্তাহে মস্কো সফরে যাবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এর আগে গত দু মাসে রাশিয়া ও ইউক্রেন সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন। ইউক্রেন সফর এবং প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পর ২৭শে আগস্ট টেলিফোনে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেন মোদি। রাশিয়ান দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ওই ফোনকলে সম্প্রতি কিয়েভ সফর সম্পর্কে পুতিনকে অবহিত করেছেন মোদি। একই সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে ইউক্রেন সমস্যার সমাধানে ভারতের প্রতিশ্রুতির কথা জোর দিয়ে তুলে ধরেন তিনি। সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। সূত্রের মতে ওই ফোনকলে দুই নেতা সিদ্ধান্ত নিয়েছেন শান্তি আলোচনার জন্য মস্কো সফরে যাবেন অজিত দোভাল। তবে তার সফর সংক্রান্ত শিডিউলের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। রাশিয়ার দূতাবাস ফোনকল সম্পর্কে বলেছে- কিয়েভ কর্তৃপক্ষ ও তার পশ্চিমা মদতদাতারা যে ধ্বংসাত্মক নীতি গ্রহণ করেছে সে বিষয়ে মোদির সঙ্গে নিজের মূল্যায়ন শেয়ার করেছেন ভ্লাদিমির পুতিন।