ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

নার্সদের নিয়ে কটূক্তি: মহাপরিচালকের অপসারণের দাবিতে বিক্ষোভ

জাতীয় | ১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৩:০৬

অনলাইন ডেস্ক


নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের অপসারণের দাবিতে বিক্ষোভে ফুঁসে উঠেছেন ঢাকা মেডিকেল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এই দাবি করেন। সমন্বয়ক মো. সাব্বির মাহমুদ তিহানের নেতৃত্বে পাঁচ শতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন নার্সিং সংস্কার পরিষদের প্রধান সমন্বয়ক ডক্টর শরিফুল ইসলাম, নার্সিং কলেজের ছাত্র সমন্বয়ক মহিবুল্লাহসহ ঢামেক হাসপাতালের নার্সিং বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, নার্সিং অধিদপ্তরের প্রশাসনিক পদগুলোতে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের নিয়োগ দিতে হবে। আন্দোলনকারীরা জানায়, দীর্ঘদিন ধরে নার্সরা প্রশাসনিক বৈষম্যের শিকার হয়ে আসছেন, যার বিরুদ্ধে এবার তারা কঠোর কর্মসূচি নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। রোববার ১৫ই সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তাদের দাবি উপেক্ষা করা হলে কর্মবিরতি কিংবা আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলেও হুঁশিয়ারি দেন। আন্দোলনরত নার্সরা বলেন, দেশের স্বাস্থ্য খাতে সংকটের সময়, যেমন করোনা মহামারি, ডেঙ্গু এবং অন্যান্য স্বাস্থ্য জরুরিতে, তারা সম্মুখ সারিতে থেকে জীবন বাজি রেখে কাজ করেছেন। কিন্তু তবুও তাদের পেশাগত দক্ষতা এবং অভিজ্ঞতার সঠিক মূল্যায়ন করা হয়নি। বরং প্রশাসনিক পদে তাদের বাদ দিয়ে অন্যান্য কর্মকর্তা নিয়োগ দেয়ার প্রক্রিয়া নার্সদের পেশাগত উন্নয়ন বাধাগ্রস্ত করছে। এর ফলে, দেশের স্বাস্থ্যসেবার মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com