ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

বৃষ্টি মাথায় নিয়েই কলকাতায় স্বাস্থ্যভবনের সামনে ধর্নায় জুনিয়র ডাক্তাররা

বিনোদন | ১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৩:০৬

অনলাইন ডেস্ক


কলকাতায় স্বাস্থ্যভবনের সামনে ৪ দিন ধরে টানা ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তাররা । শনিবার তাদের অবস্থান কর্মসূচি পঞ্চম দিনে পা দিয়েছে। শুক্রবার রাত থেকে বৃষ্টি চলছে। বৃষ্টি মাথায় নিয়েই ধর্না চালিয়ে যাচ্ছেন তারা। স্বাস্থ্য ভবনের সামনে বাঁশ দিয়ে ত্রিপল খাটিয়ে মাথা গোঁজার ঠাঁই তৈরি করা হয়েছে। সেখান থেকেই শুক্রবার রাতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। ওই ধর্না মঞ্চ থেকেই শনিবার ফের ‘রাত দখলে’র ডাক দিলেন তারা। গত ১৪ আগস্ট, ঠিক এক মাস আগে আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে অভিনব ‘রাত দখলের’ সাক্ষী ছিল কলকাতা। ১৪ সেপ্টেম্বর, শনিবার রাতে সাধারণ মানুষকে বিচারের দাবিতে পথে নামার আহ্বান জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীরা জানিয়েছেন, শুধু ডাক্তার নয়, হাসপাতালের নার্স, স্বাস্থ্যকর্মী, রোগী, রোগীর পরিবারের সুরক্ষার জন্য পথে নেমেছেন তারা। হাসপাতালে ক্রিয়াশীল সিন্ডিকেটকে নির্মূল করাই উদ্দেশ্য তাদের । এদিকে আন্দোলনস্থলের চারপাশে ১৪টি সিসিটিভি বসানো হয়েছে। জানা গেছে, সেগুলির ‘ফিড’ যাবে বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। পুলিশের দাবি, হামলার আশঙ্কা করেই নিরাপত্তার জন্য এই সিসিটিভি বসানো হয়েছে। পুলিশ সিসিটিভি বসানোর পর আন্দোলনকারীরা বলছেন, যারা আক্রমণ করবে, তারা তো জানিয়ে এসে করবে না। গত ১৪ আগস্ট রাতে আরজি কর মেডিক্যাল কলেজে যেভাবে হামলা হয়েছে, সে কথা মনে করিয়ে দিয়ে আন্দোলনকারীরা বলছেন, ‘সেখানে সিসিটিভি থাকলেও তো কোনও লাভ হয়নি। আসলে শাসকদল মিথ্যা রটাচ্ছে। আন্দোলন ভেঙে দেওয়া হচ্ছে।’ সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে। তারা বলছেন, হতেও পারে, ‘আলাদাভাবে নজর রাখার জন্য। আমাদের ভয় দেখানো হচ্ছে।’ তবে কারণ যাই হোক না কেন আন্দোলনে এখনও অনড় ডাক্তাররা।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com