
সীতাকুণ্ডে জাহাজ ভাঙার কারখানায় বিস্ফোরণ জাতীয় বার্ণে চিকিৎসাধীন আরও ২ জনের মৃত্যু
জাতীয় | ১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৩:০৭
অনলাইন ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙার কারখানায় বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন আরও দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- জাহাঙ্গীর হাওলাদার এবং বরকতুল্লাহ। এ নিয়ে বিস্ফোরণের ওই ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোর ছয়টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, জাহাঙ্গীরের শরীরের ৭০ শতাংশ এবং বরকতুল্লাহর ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।
জাহাঙ্গীরের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলার পূর্ব বেটকা গ্রামে। সীতাকুণ্ডের ওই শিপইয়ার্ডে তেলের ঠিকাদারি ব্যবসা করতেন তিনি। আর বরকতউল্লাহর বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। বাবার নাম আইয়ুব আলী। সীতাকুণ্ডে বিস্ফোরণের ওই ঘটনায় এর আগে নিহত ৪ জন হলেন জাহাঙ্গীরের ভাগিনা খায়রুল শেখ, আহমেদ উল্লাহ, আল আমিন ও হাবিব।