ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

ভারতের উত্তরপ্রদেশে ভবন ধসে শিশুসহ একই পরিবারের ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক | ১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ২:২৪

অনলাইন ডেস্ক


ভারতের উত্তরপ্রদেশের মিরাটে একটি তিনতলা বাড়ি ধসে এক পরিবারের অন্তত নয় সদস্য নিহত হয়েছেন। এখনও ধ্বংসস্তূপের নিচে চারজন আটকা পড়া আছে বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দল। শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, ফায়ার ব্রিগেড এবং পুলিশের একটি দল উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে এনডিটিভি। এতে বলা হয়, কর্মকর্তারা জানিয়েছেন ভবনের মালিক সেখানে একটি ডেইরি ফার্ম চালাতেন এবং দুই ডজনেরও বেশি মহিষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে। ভবনটিতে প্রাথমিকভাবে ১৫ জন আটকা পড়েছিল, যাদের মধ্যে ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের নয়জন মারা যায়। নিহতরা হলেন- সাজিদ (৪০), তার মেয়ে সানিয়া (১৫), ছেলে সাকিব (১১), সিমরা (দেড় বছর), রিজা (৭), নাফো (৬৩), ফারহানা (২০), আলিসা। (১৮) এবং আলিয়া (৬)। মিরাট জোনের অতিরিক্ত মহাপরিচালক ডি কে ঠাকুর, বিভাগীয় কমিশনার সেলভা কুমারী জে, পুলিশের মহাপরিদর্শক নচিকেতা ঝা এবং সিনিয়র পুলিশ সুপার ভিপিন টাডা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করতে ঘটনাস্থলে পৌঁছেছেন। এলাকার গলি সরু হওয়ায় জেসিবি মেশিন উদ্ধার অভিযানে সহায়তা করতে পারেনি।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com