
ট্রাম্পের ওপর হামলাকারী রায়ান রাউথ আসলে কে?
আন্তর্জাতিক | ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৭:৩৯
অনলাইন ডেস্ক
পেনসিলভানিয়া হামলায় প্রাণে বেঁচে যাওয়ার মাত্র দুই মাসের মাথায় আবারও হত্যাচেষ্টার শিকার হয়েছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকানপ্রার্থী তথা সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার ওপর হামলার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বছর আটান্নর প্রৌঢ় রায়ান ওয়েসলি রাউথকে। উদ্ধার হয়েছে একটি একে-৪৭ রাইফেল। মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের খবর, রাউথকে এর আগেও গ্রেপ্তার করেছিল মার্কিন পুলিশ। মার্কিন সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, রাউথকে ২০০২ সালে প্রথমবার গ্রেপ্তার করেছিল মার্কিন পুলিশ। সেবার গ্রিনসবোরোতে একটি বাড়িতে অত্যাধুনিক বেআইনি বন্দুক-সহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও সেই মামলার ফলাফল কী হয়েছিল তা স্পষ্ট হয়নি। নিউইয়র্ক টাইমস অনুযায়ী, প্রাক্তন নির্মাণকর্মী রায়ান রাউথ গ্রিনসবোরো এলাকার বাসিন্দা। রাউথের লিঙ্কডইন প্রোফাইল তাকে এমন একজন হিসেবে বর্ণনা করে যার সৃজনশীল প্রকল্প এবং যান্ত্রিক কাজে প্রবল আগ্রহ রয়েছে। মূলত হাওয়াই থেকে, রাউথ একটি শেড-বিল্ডিং কোম্পানি ক্যাম্প বক্স হনলুলু চালায়। এমনিতে মার্কিন সেনার সঙ্গে বহুদূর পর্যন্ত তার কোনও যোগ না থাকলেও, সশস্ত্র সংঘর্ষে রাউথের যে তীব্র আগ্রহ তা তার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়। রুশ ইউক্রেন যুদ্ধের সময় সোশাল মিডিয়ায় একাধিক পোস্টে তিনি লেখেন ইউক্রেনে গিয়ে তিনি রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে এবং মরতে চান। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আমি স্বেচ্ছায় ইউক্রেনের মানুষের পাশে দাঁড়িয়ে লড়তে প্রস্তুত। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত।’ ২০২৩ সালে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি যুদ্ধের চেষ্টাকে সমর্থন করতে এবং আফগান সৈন্যদের যুদ্ধে নিয়োগ করতে ইউক্রেনেও নাকি গিয়েছিলেন। অতীতে একবার নিজের হোয়াটস অ্যাপ বায়োতে তিনি লিখেছিলেন, ‘মানবাধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের লক্ষ্যে আমাদের প্রত্যেককে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিতে হবে।’