ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

আরজিকর কাণ্ড : জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চাপে কলকাতা পুলিশ কমিশনারকে সরিয়ে দিলেন মমতা

আন্তর্জাতিক | ১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৬:০৪

অনলাইন ডেস্ক


আরজি কর কাণ্ডের আবহে আন্দোলনের শুরুর দিন থেকে জুনিয়র চিকিৎসকদের অন্যতম দাবি ছিল, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ। ডাক্তারদের সেই দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনীতের পরিবর্তে কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন মনোজ বর্মা। এতদিন এডিজি আইনশৃঙ্খলার দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। বিনীত গোয়েলকে পাঠানো হল এসটিএফের এডিজি এবং আইজিপি পদে। গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। তাঁকে ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে । ওই দিন থেকে কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁরা পাঁচ দফা দাবি নিয়ে সরব হয়েছেন। সেই পাঁচ দফার মধ্যে অন্যতম দাবি ছিল, কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীতকে অপসারণ। পাশাপাশি, ডিসি সেন্ট্রাল অভিষেক গুপ্তের অপসারণ। সেই দুই দাবিই মেনে নিল পশ্চিমবঙ্গ সরকার।অভিষেক গুপ্তার বদলে ডিসি সেন্ট্রাল পদে এলেন দীপক সরকার। শিলিগুড়ির ইস্টের ডিসি ছিলেন তিনি। অভিষেক গুপ্তাকে এফআর সেকেন্ড ব্যাটেলিয়নের সিও করা হয়েছে। এর আগে কমিশনার পদ থেকে বিনীতকে সরানোর দাবি নিয়ে লালবাজার অভিযান করেছিলেন জুনিয়র ডাক্তারেরা। সেখানে গিয়ে প্রাক্তন কমিশনার বিনীতের সঙ্গে দেখা করে স্মারকলিপি দিয়েছিলেন তাঁরা। সেই সঙ্গে তাঁর হাতে তুলে দিয়েছিলেন প্রতীকী মেরুদণ্ড। এই আবহে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, 'পুলিশ কমিশনার অনেক বার এসেছিলেন পদত্যাগ করার জন্য। কিন্তু তিনি তা করতে দেননি।' কেন, সেই ব্যাখ্যাও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘সামনে পুজো রয়েছে। আপনারাই বলুন, যিনি দায়িত্বে থাকবেন, তাঁকে তো আইনশৃঙ্খলা জানতে হবে।' কিন্তু আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দাবি ছিল , অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছেন বিনীত গোয়েল। তাঁর নেতৃত্বে অপরাধের প্রমাণ নষ্ট করে হয়েছে। অবশেষে তাঁদের দাবি মেনে নিলেন মমতা।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com