ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

মেট্রোরেল সাড়ে ২০ লাখ টাকায় মেরামত কাজীপাড়া স্টেশন, শুক্রবারও চলবে

জাতীয় | ১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৬:৫৭

অনলাইন ডেস্ক


সাড়ে ২০ লাখ টাকায় মেরামত করা হয়েছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন। শুক্রবার থেকে চালু করা হবে স্টেশনটি। এছাড়া এখন থেকে প্রতি শুক্রবারও চলবে মেট্রোরেল। বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটন রোডের প্রবাসী কল্যাণ ভবনের ডিএমটিসিএল এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এই তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার দুপুর ৩ টা ৩০ মিনিট থেকে রাতে স্বাভাবিক সময় পর্যন্ত মেট্রোরেল চলবে। এক্ষেত্রে হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ১০ মিনিট, ৮ মিনিট ও ১২ মিনিট থাকবে সময় অনুযায়ী। ব্যবস্থাপনা পরিচালক বলেন, শুক্রবার থেকেই কাজীপাড়া স্টেশন চালু হবে। এই স্টেশন চালু করতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। তবে শুধুমাত্র মানুষের কথা ভেবে দ্রুত এটা চালু করা হচ্ছে। এখানে এখনো অনেক সরঞ্জাম লাগবে যা আস্তে আস্তে ঠিক করা হবে। তখন খরচ বাড়তে পারে। মিরপুর স্টেশন চালু নিয়ে তিনি বলেন, এই স্টেশন নিয়ে একটি কমিটি কাজ করছে। এখনো কি কি ক্ষয়ক্ষতি হয়েছে তা এই কমিটি নিরূপণ করছে। আগামী ৭ দিনের মধ্যে জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। চলতি মাসে গত ১৮ই সেপ্টেম্বর পর্যন্ত মেট্রোরেলে আয়ের হিসাব দিয়ে তিনি বলেন, এই সময় যাত্রী পরিবহন হয়েছে ৪৯ লাখ ৯ হাজার জন আর আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৫১ টাকা। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০শে সেপ্টেম্বর হতে প্রতি শুক্রবার দুপুর ৩ টা ৩০ মিনিট থেকে রাত ৯ টা পর্যন্ত উত্তরা উত্তর হতে মতিঝিল রুটে এবং দুপুর ৩ টা ৫০ মিনিট থেকে রাত ৯ টা ৪০ মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে ১২ মিনিট হেডওয়েতে মেট্রো ট্রেন বাণিজ্যিকভাবে চলাচল করবে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com