
মার্কিন নির্বাচন প্রেসিডেন্ট হিসেবে কমালাকে সমর্থন করলেন রিপাবলিকান প্রশাসনের সাবেক শতাধিক কর্মকর্তা
আন্তর্জাতিক | ১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৭:০৫
অনলাইন ডেস্ক
আসন্ন মার্কিন নির্বাচনে শতাধিক সাবেক রিপাবলিকান জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক কর্মকর্তা প্রেসিডেন্ট হিসেবে কমালা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনে ডনাল্ড ট্রাম্পকে অযোগ্য বলে মনে করেন তারা। বুধবার এক চিঠির মাধ্যমে কমালার পক্ষে সমর্থন ব্যক্ত করেন যুক্তরাষ্ট্রের সাবেক ওই কর্মকর্তারা। এ খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান। এতে বলা হয়, সাবেক রিপাবলিকান নেতা রোনাল্ড রিগান, জর্জ এইচ ডব্লিউ বুশ, জর্জ ডব্লিউ বুশ এবং ট্রাম্প প্রশাসনের সাবেক অনেক কর্মকর্তারা ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমালাকে সমর্থনের কথা জানিয়েছেন। এছাড়া কংগ্রেসের সাবেক কিছু নেতাও কমালাকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে সমর্থন করেছেন। কমালাকে সমর্থন করা প্রকাশিত চিঠিতে তারা বলেছেন, আমরা বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অবশ্যই একজন নীতিবান এবং গুরুত্বপূর্ণ নেতা নির্বাচন করতে হবে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ট্রাম্পের চেয়ে কমালাকে বেশি যোগ্য বলে মনে করছেন তারা।
চিঠিতে বলা হয়েছে, আমরা দেশি এবং বিদেশী নীতির ক্ষেত্রে কমালা হ্যারিসের সাথে একমত হওয়ার আশা রাখি। আমরা এও বিশ্বাস করি যে, কমালা প্রেসিডেন্ট হিসেবে কাজ করার জন্য ট্রাম্পের চেয়ে অধিক গুণাবলী সম্পন্ন নেতা। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন, সাবেক প্রতিরক্ষামন্ত্রী উইলিয়াম কোহেন এবং চাক হেগেল। তারা ক্লিনটন এবং বারাক ওবামা প্রশাসনের সাথে কাজ করেছিলেন। অন্যান্যদের মধ্যে উইলিয়াম ওয়েবস্টার, রিগ্যান এবং প্রথম বুশ প্রশাসনের অধীনে কাজ করা সাবেক সিআইএ এবং এফবিআই এর শীর্ষ কর্মকর্তা কমালাকে সমর্থন জানিয়ে চিঠিতে স্বাক্ষর করেছেন।