ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

মোহাম্মদ আল ফায়েদের বিরুদ্ধে ৫ নারীর ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক | ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ১২:২১

অনলাইন ডেস্ক


মিশরের প্রয়াত বিলিয়নিয়ার মোহাম্মদ আল ফায়েদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন ৫ নারী। তার প্রতিষ্ঠান হ্যারোডসে কাজ করা কমপক্ষে ২০ জন নারী কথা বলেছেন বিবিসির অনুসন্ধানীদের সাথে। তারা বলেছেন, লন্ডন ও প্যারিসের প্রপার্টিতে ব্যাপক ধর্ষণ, যৌন নির্যাতন ও শারীরিক হয়রানি করা হয়েছে। উল্লেখ্য, গত বছর মারা গেছেন ধনকুবের ফায়েদ। বিবিসিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন মর্নিং স্টার। এতে বলা হয়, অভিযোগকারী নারীদের মধ্যে অন্যতম জেমা। তিনি ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত আল ফায়েদের ব্যক্তিগত সহকারী ছিলেন। ফায়েদের দাতব্য সংস্থাগুলোর দেখাশোনা করতেন তিনি। এ সময়েই প্যারিসে তাকে ধর্ষণ করেছেন আল ফায়েদ। প্যারিস থেকে ফেরার কয়েক সপ্তাহের মধ্যেই তিনি কাজে ইস্তফা দেন। জেমা যখন অসুস্থতার জন্য ছুটি নিয়েছিলেন, তখন তাকে ফোন করতেন আল ফায়েদ। এমনকি তার নিরাপত্তা টিম পাঠিয়ে তুলে লন্ডনে নিয়ে যাওয়ার হুমকি দিতেন। জেমা আরও বলেছেন, ওই কোম্পানি থেকে যথাযথ উপায়ে ছুটি নিতে আইনজীবীর সহায়তা নেন। কিন্তু তাকে হুমকি দিয়ে যৌন হয়রানির রেকর্ড মুছে ফেলতে বলা হয়। হ্যারোডসের বর্তমান মালিক এমন অভিযোগে হতাশা প্রাকাশ করেছে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com