
শ্রীলংকায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
আন্তর্জাতিক | ২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৭:২৯
অনলাইন ডেস্ক
শ্রীলংকায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। সকাল ৭টা থেকে প্রায় এক কোটি ৭১ লাখ ৪০ হাজার ৩৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টাল ভোট গণনা শুরু হয়েছে। প্রথম ফল ঘোষণা হতে পারে মধ্যরাতের কাছাকাছি সময়ে।