
পোশাকশ্রমিক হত্যা মামলা সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী গ্রেপ্তার
জাতীয় | ২২ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৪:৪০
অনলাইন ডেস্ক
সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এ আদেশ দেন।
বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর আদাবরে পোশাকশ্রমিক রুবেলকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় এই আদেশ দেয়া হয়।
এদিন সকাল সাড়ে ৮টার দিকে মেহেদী হাসানকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখান। এরপর আসামি মেহেদী হাসানের পক্ষে সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।
শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে গত ১০ই সেপ্টেম্বর ঝিনাইদহ জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে।