
শিল্পাঞ্চলে অস্থিরতা বন্ধে জরুরিভিত্তিতে পদক্ষেপ গ্রহণের আহ্বান সাইফুল হকের
জাতীয় | ২৩ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৮:২৯
অনলাইন ডেস্ক
শিল্পাঞ্চলে অস্থিরতা বন্ধে জরুরিভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির মিরপুর অঞ্চলের সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সাভারের আশুলিয়া ও গাজীপুরে শিল্প অসন্তোষে উদ্বেগ প্রকাশ করে সাইফুল হক বলেন, কারখানা বন্ধ করে দেয়া সঙ্কটের সমাধান হবে না। শ্রমিকদের সঙ্গে আলাপ ও আলোচনা করে তাদের ন্যায্য দাবি পূরণসহ সঙ্কট সমাধানের উদ্যোগ নিতে হবে মালিক ও সরকারকে। শিল্পাঞ্চলে অস্থিরতায় বিশেষ কোন কায়েমী স্বার্থান্বেষী ইন্ধন রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে হবে সরকারকে। ঝুট ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।
প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি কমিশন গঠন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবনযাত্রার সামগ্রিক ব্যয় বিবেচনায় নিয়ে দ্রুততার সঙ্গে মজুরি কমিশন গঠনের উদ্যোগ নেয়া দরকার। অনতিবিলম্বে শ্রমিকদের জন্য মহার্ঘ ভাতা চালু করার দাবি জানাচ্ছি। পাশাপাশি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারদের পুনর্বাসনের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান সাইফুল হক।
সভায় উপস্থিত ছিলেন জামিলুর রহমান ডালিম, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ রফিক, জামাল সিকদার রাজেশ খান, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।