ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

সাবেক সেনাপ্রধান আজিজের দুই ভাইয়ের এনআইডি বাতিল

জাতীয় | ২৪ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৩:০০

অনলাইন ডেস্ক


সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুই ভাইয়ের নামে ইস্যু করা চারটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে দেশে মিলবে না এনআইডিগুলোর মাধ্যমে কোনো সুবিধা। ইসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের তদবিরে তার দুই ভাই হারিস ও জোসেফের নামে চারটি পরিচয়পত্র ইস্যু করা হয়েছিল। ওই এনআইডিগুলোতে ভুয়া তথ্য দেয়ার প্রমাণ মিলেছে। তাই তাদের চারটি পরিচয়পত্রই বাতিল করা হয়েছে।’ বাতিলের কারণে এখন থেকে তারা এনআইডি সংক্রান্ত কোনো সুবিধাই পাবেন না বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com