ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

প্রতারণা মামলায় সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার

জাতীয় | ২৫ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৭:৩৯

অনলাইন ডেস্ক


লক্ষ্মীপুরের সাবেক এমপি এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি প্রতারণা মামলায় বুধবার বিকালে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, লক্ষ্মীপুরের সাবেক এমপি এম এ আউয়ালকে একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনই এ বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছেনা। উল্লেখ্য, এম এ আউয়াল ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এবং তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব। তিনি তরিকত ফেডারেশনের মহাসচিব থাকাকালে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com