ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

গোপালগঞ্জেই আছেন খতিব রুহুল আমিন

সারাদেশ | ৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৮:২৪

অনলাইন ডেস্ক


শেখ হাসিনার পতনের পর ‘আত্মগোপনে’ রয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম খতিব মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। গত ২৬ জুলাইয়ের পর আর মসজিদে আসেননি তিনি। জানা গেছে, রুহুল আমিন বর্তমানে গোপালগঞ্জে অবস্থান করছেন। এদিকে, গত ৫ আগস্ট সরকার পতনের পর মুফতি রুহুল আমিন খতিবের দায়িত্ব পালনে না আসায় জাতীয় মসজিদের জুমার নামাজে ইমামতির জন্য দুজন সরকারি কর্মকর্তাসহ ৪ জনকে দায়িত্ব দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। একই সাথে কর্মস্থলে অনুপস্থিতির কারণ জানতে চেয়ে গেল ২৯ আগস্ট তাকে নোটিশ দেয়া হয়েছে। তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে ৭ দিন সময় দেয়া হয় নোটিশে। যার সময়সীমা গেল ৫ সেপ্টেম্বর শেষ হয়েছে। কিন্তু খতিবের দিক থেকে উত্তর আসেনি। শুক্রবার জুমার নামাজে তিনি আসেননি।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com