
বাগেরহাটে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
সারাদেশ | ৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ২:২৫
অনলাইন ডেস্ক
বাগেরহাটে পিকআপ ভ্যান ও ইজিবাইকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। সোমবার সকালে বাগেরহাটে-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় খুলনাগামী পিকআপ ভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ এ ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, তিন জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত দু’জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান।
কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক আশরাফুল হক জানান, ঘটনার পরপরই পিকআপ চালক পালিয়ে যায়। তবে পিকআপটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় তিনটি মরদেহ থানায় রয়েছে বলেও জানান তিনি।