ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার

মাধবপুরের আওয়ামী লীগ নেতা জাকারিয়া গ্রেপ্তার

সারাদেশ | ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৫:৩৪

নিজস্ব প্রতিবেদক


হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা জাকারিয়া চৌধুরীকে আজ মঙ্গলবার হবিগঞ্জ শহর থেকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। সূত্র জানায়, জাকারিয়া চৌধুরীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ‘জমির দালাল’ হিসেবে কাজ করে প্রতারণার অভিযোগ রয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলন”-এর ছাত্রদের ওপর হামলা, হত্যাচেষ্টা এবং কোটি কোটি টাকা প্রতারণার সাথেও তার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, জাকারিয়া নিজেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ‘বন্ধু’ বলে পরিচয় দিতেন এবং এ পরিচয়ের অপব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। তবে গ্রেপ্তারের বিষয়টি স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ক্যাপ্টেন তাজওয়াজ এর নেতৃত্ব সেনাবাহিনীর একটি টিম পুলিশ সুপার কার্যালয় এলাকা থেকে তাকে আটক করে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ( তদন্ত) সজল সরকার গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করেন।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com