
সরাসরি ২২ রানে নেই ৩ উইকেট, বিপদ ঘাড়ে নিয়ে লাঞ্চে বাংলাদেশ
খেলা | ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ১২:১৮
অনলাইন ডেস্ক
টানা ২ বলে ২ উইকেট হারালো টাইগাররা। ২২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়েছে নাজমুল হোসেন শান্তর দল।
২২ রানেই দুই ওপেনারকে হারালো বাংলাদেশ
আকাশ দীপের বলটা বুঝতেই পারেননি জাকির হাসান, ভেঙে দিলো স্টাম্প। ২২ রানেই ২ ওপেনারকে হারালো টাইগাররা।
প্রথম ওভারেই সাদমানকে হারালো বাংলাদেশ
প্রথম ওভারেই উইকেট হারালো বাংলাদেশ। জাসপ্রীত বুমরহার শিকার হয়ে ফিরলেন সাদমান ইসলাম।
হাসানের ফাইফার, ৩৭৬ রানে অলআউট ভারত
টানা দ্বিতীয় ইনিংসে ফাইফার পেলেন হাসান মাহমুদ। এর আগে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের চতুর্থ ইনিংসেও ৫ উইকেট নিয়েছিলেন তিনি। আর আজ ভারতের বিপক্ষে ৮৩ রানে ৫ উইকেট। ভারত প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৩৭৬ রানে।
সকালে তাসকিনের তৃতীয় শিকার, ফিরলেন অশ্বিন
অফ স্টাম্পের উপরের ডেলিভারির উপর দিয়ে মারতে চেয়েছিলেন অশ্বিন। টাইমিং না হওয়ায় বল উঠে যায় উপরে, সেটা তালুবন্দি করেন শান্ত। ফেরার আগে ১১২ রান করেন অশ্বিন।
জাদেজার পর আকাশ দীপকে ফেরালেন তাসকিন
দ্বিতীয় দিনের তৃতীয় ওভারেই রবীন্দ্র জাদেজাকে ফিরিয়েছিলেন তাসকিন আহমেদ। এবার তার শিকার হয়ে ফিরলেন আকাশ দীপ। জাদেজা করেন ৮৬ আর আকাশের ব্যাট থেকে আসে ১৭ রান।
জাদেজাকে ফেরালেন তাসকিন
দ্বিতীয় দিনের তৃতীয় ওভারে তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়েছেন রবীন্দ্র জাদেজা। আগের দিনের ৮৬ রানেই ফিরলেন এই বাঁহাতি ব্যাটার।