
বাংলাদেশ-ভারত টেস্টে ব্যাপক বৃষ্টির শঙ্কা, স্টেডিয়ামে আছে নানা সমস্যা
খেলা | ২৫ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৭:৪১
অনলাইন ডেস্ক
প্রথম টেস্ট হারের পর সিরিজ বাঁচাতে দ্বিতীয় টেস্টে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। তবে এই ম্যাচে বৃষ্টি বাংলাদেশকে লড়াইয়ের সুযোগও নাও দিতে পারে। এছাড়া রয়েছে বায়ুদূষণের সমস্যাও।
আগামী শুক্রবার ভারতের উত্তরপ্রদেশের কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। ৩ বছর পর এবারই প্রথমবারের মতো এই মাঠে কোনো টেস্ট ম্যাচ হবে। কিন্তু মাঠটির প্রত্যাবর্তনে বাধা হতে পারে বেরসিক বৃষ্টি।
টেস্টের প্রথম দিন শুক্রবার আবহাওয়ার পূর্ভাবাস অনুযায়ী কানপুরে বৃষ্টির সম্ভাবনা ৯৩ শতাংশ। দিনে অন্তত ৪ ঘণ্টা বৃষ্টি হতে পারে আর সারাদিনই আকাশ মেঘে আচ্ছন্ন থাকার কথা। পরের দিন ৮০ শতাংশ বৃষ্টি হওয়ার কথা অন্তত ৩ ঘণ্টা। ম্যাচের তৃতীয় দিনের থাকবে বৃষ্টি, সেদিন এর সম্ভাবনা ৫৯ শতাংশ। তবে চতুর্থ ও পঞ্চম দিনে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ফলে আবহাওয়ার পূর্ভাবাস মিললে এই ম্যাচে ফল বের হওয়া কঠিন হবে।
যদিও বৃষ্টির সম্ভাবনার পরও পুরো টেস্ট ম্যাচ মাঠে গড়ানো নিয়ে আশাবাদী উত্তর প্রদেশের ক্রীড়া বিভাগের কর্মকর্তা অমিত পাল। তিনি বলেন, ‘হ্যাঁ, বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু এই চ্যালেঞ্জ নেওয়ার প্রস্তুতি আমাদের আছে। নিষ্কাশনব্যবস্থাও এখানে ভালো। আশা করছি, পুরো খেলা হবে।’
বৃষ্টি ছাড়াও কানপুরে বড় সমস্যা বায়ুদূষণ। এখানে সর্বশেষ টেস্ট হয় ২০২১ সালে। তখন বাজে আলোর কারণে ভারত এবং নিউজিল্যান্ডের ম্যাচ ড্র হয়। মূলত ব্যাপক আকারের দূষণের কারণে এই স্টেডিয়ামে দৃষ্টিসীমা কমে এসেছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম। এতে ব্যাটারদের বল দেখতে সমস্যা হয়।