ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার

ড্র করে শীর্ষে যাওয়ার সুযোগ হাতছাড়া মাদ্রিদের

খেলা | ১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১২:২৯

ক্রীড়া ডেস্ক


স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে ৩-৩ গোলের সমতায় শেষ হয় জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের ম্যাচ। দুই গোলে পিছিয়ে পড়ে প্রথমার্ধে সমতায় ফিরলেও জয় পায়নি আনচেলোত্তির দল। তালিকার শীর্ষে যাওয়ার সুযোগ হাতছাড়া করে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় অল হোয়াইটদের। পরিষ্কার পেনাল্টি না পাওয়ায় অসন্তুষ্ট কোচ কার্লো আনচেলোত্তি। তবে দলের পারফর্মেন্সে খুশি তিনি। মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে প্রথম চার মিনিটেই দলকে এগিয়ে দেন ভায়েকানোর স্প্যানিশ মিডফিল্ডার উনাই লোপেজ। ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আবদুল মুমিন। তবে বিরতির বাঁশি বাজার আগেই মাদ্রিদকে সমতায় ফেরান ফেদে ভালভার্দে এবং জুড বেলিংহাম। ম্যাচের ৫৬তম মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায় আনচেলোত্তির দল। তবে আট মিনিটের মাথায় ইসি পালাজন গোল করলে সমতায় ফেরে ভায়েকানো। এরপর আর গোল করতে না পারায় ড্র নিয়ে সন্তুষ্ট থেকে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা। তবে আনচেলোত্তির দাবি একটি পরিষ্কার পেনাল্টি দেয়া হয়নি তার দলকে। ম্যাচের ৭৫তম মিনিটে ভায়েকানো ডিফেন্ডার আবদুল মুমিনের পায়ে লেগে ডি-বক্সের ভেতর পড়ে যান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচ রেফারি পেনাল্টি দূরে থাক, ভিএআর (ভিডিও এসিস্টেন্ট রেফারি) -এর দ্বারস্থও হননি। ম্যাচশেষে মাদ্রিদের ওয়েবসাইটে লেখা হয় ‘বিতর্কিত রেফারিংয়ে মাদ্রিদ জয়বঞ্চিত।’ কোচ কার্লো আনচেলোত্তি এ ব্যাপারে বলেন, ‘আমার রিপ্লে দেখে মনে হয়েছে এটা খুবই স্পষ্ট। পরিষ্কার পেনাল্টির সুযোগ ছিল।’ দলের খেলায় শিষ্যদের নিয়ে অভিযোগ নেই অল হোয়াইটস কোচের। তিনি বলেন, ‘ম্যাচ প্রায় হেরে গেলেও আমরা ঘুরে দাঁড়াই। দুই গোলে পিছিয়ে পড়ে প্রথম ৪৫ মিনিট ভালো খেলেছি। ৩-৩ সমতার পরও লড়াই ছাড়িনি। আমি বলবো আমরা সঠিক পথে আছি। আমি সন্তুষ্ট।’ এই ড্রয়ে ১৭ ম্যাচে ১১ জয়, ৪ ড্র ও ২ হারে লীগ তালিকার দুইয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচ খেলে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে এফসি বার্সেলোনা। পরের ম্যাচে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোর বিপক্ষে হারলে তিনে নেমে যেতে হবে স্প্যানিশ জায়ান্টদের।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com