ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার

ইউনাইটেডের সংস্কার প্রকল্প প্রতি বছর ১ লাখ কোটি টাকা যাবে বৃটিশ অর্থনীতিতে

খেলা | ২৪ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ২:৫৬

অনলাইন ডেস্ক


ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম ও সংলগ্ন এলাকায় বড় ধরনের সংস্কার কাজ শুরু করার পরিকল্পনা করছে ম্যানচেস্টার ইউনাইটেড। সংস্কার কাজ শেষ হলে নাকি বৃটিশ অর্থনীতিতে প্রতি বছর ৭৩০ কোটি পাউন্ড বা প্রায় ১ লাখ ১৬ হাজার ৫০০ কোটি টাকা যোগ করবে ওল্ড ট্রাফোর্ড। ওল্ড ট্রাফোর্ড সংস্কারের উদ্যোগ নিয়েছেন ইউনাইটেডের অন্যতম মালিক জিম র্যা টক্লিফ। চলতি বছরের শুরুতে ক্লাবটি মালিকানার কিছু অংশ কিনেন এই বৃটিশ ধনকুবের। ইংলিশ প্রিমিয়ার লীগে সর্বোচ্চ ২০ বারের চ্যাম্পিয়ন ইউনাইটেড সাম্প্রতিক সময়ে সাফল্য খুব একটা পাচ্ছে না বললেই চলে। তবে ব্যাপারটা যখন অর্থকড়ির, তখন আবার ইউনাইটেডের নাম ওপরের দিকেই। শুধু নতুন স্টেডিয়ামই নয়, আশপাশের এলাকার উন্নয়নের পরিকল্পনাও করা হয়েছে ইউনাইটেডের এই সংস্কার প্রকল্পে। যেখানে থাকবে অ্যাপার্টমেন্ট ব্লকস, শপিং সেন্টার ও গণপরিবহনের নতুন স্টেশন। শুধু ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম ভেঙে ১ লাখ দর্শক ধারণ ক্ষমতার নতুন স্টেডিয়াম নির্মাণে খরচ হবে ২০০ কোটি পাউন্ড। ওল্ড ট্রাফোর্ডে এখন দর্শক ধারণ ক্ষমতা ৭৪ হাজার। অক্সফোর্ড ইকোনমিকস নামের একটি বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান জানিয়েছে ইউনাইটেডের নতুন প্রকল্প বাস্তবায়ন হলে নতুন ৯২ হাজার চাকরির সুযোগ তৈরি হবে, প্রায় ১৭ হাজার নতুন বাড়ি-ঘর পাওয়া যাবে এবং প্রতি বছর বাড়তি প্রায় ১৮ লাখ পর্যটক পাবে ম্যানচেস্টার।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com