
দাম্মামগামী ফ্লাইটে বিমানের উইন্ডশিল্ডে ফাটল, ফের শাহজালালে অবতরণ
সারাদেশ | ২১ জানুয়ারি ২০২৪, রবিবার, ৯:১৩
অনলাইন ডেস্ক
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি শনিবার বিকালে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে রওয়ানা হয়েছিল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৯৭ জন যাত্রী নিয়ে উড়াল দেওয়া ফ্লাইটটি মাঝ আকাশে যাওয়ার পর পাইলট দেখতে পান ককপিটের কাচে (উইন্ডশিল্ড) ফাটল। ওই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন তানিয়া রেজা। তিনি এমপি ও অভিনেতা ফেরদৌস আহমেদের স্ত্রী। এরকম অবস্থায় তিনি উড়াল দেওয়ার ২ ঘণ্টা পর ভারতের আকাশসীমা থেকে নিরাপদে যাত্রীদের নিয়ে ফের শাহজালালে ফিরে আসেন।
বিমানের সূত্র জানিয়েছে, ২৮৫ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে উড়াল দেওয়ার পর পাইলট ককপিটের কাচে ফাটল দেখতে পেয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। পরে ভারতের আকাশসীমা থেকে আবার ঢাকায় রওয়ানা হন। উইন্ডশিল্ড ভেঙে গেলে উড়োজাহাজের ভেতরে চাপ কমে গিয়ে সেটি ভারসাম্যহীন হয়ে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিমানের বোয়িং ৭৩৭ এর ককপিটের কাচ ফেটে গেলে সেটিকে মালয়েশিয়ায় গ্রাউন্ডেড করা হয়। একই বছরের আগস্টে দোহারের উদ্দেশে ছেড়ে যাওয়া আরেকটি বোয়িং ড্রিমলাইনার মাঝ আকাশে একই সমস্যার মুখোমুখি হলে সেটিকে ভারতের আকাশসীমা থেকে ঢাকায় ফিরিয়ে আনা হয়।
বিমানের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা বলেছেন, এরকম ঘটনা সচরাচর হয় না। চার বছরে এমন ঘটনা হওয়ার কথা না।