ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

খুলনায় ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

সারাদেশ | ১০ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ৮:৪৭

অনলাইন ডেস্ক


ডুমুরিয়ায় ইজিবাইক-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদোহা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ডুমুরিয়া অভিমুখে যাওয়া একটি যাত্রীবাহী ইজিবাইক উপজেলার আঙ্গারদোহা এলাকায় পৌঁছালে অপরদিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক সামনে থাকা একটি গাড়িকে অতিক্রম করতে গেলে ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আঙ্গারদোহা গ্রামের হান্নান মোড়লের পুত্র সাব্বির মোড়ল (২৫) ও ইজিবাইক চালক বিশ্বজিতের শাশুড়ি নিহত হয়। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে। গুরুতর আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস (৩৯) ও বিলপাবলা এলাকার অনি ঢালির স্ত্রী নিপা ঢালি (২৫) কে মৃত বলে ঘোষণা করেন। ইজিবাইক চালক বিশ্বজিতের স্ত্রী অন্তিমা (২৮), মেয়ে অরনি বিশ্বাস (৪) ও শ্যালকের ছেলে অরজিৎকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে বিশ্বজিতের মেয়ে অরনি বিশ্বাস চিকিৎসারত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করে। এরিপোর্ট লেখা পর্যন্ত আইনি কার্যক্রম চলছিল বলে বিষয়টি নিশ্চিত করেছেন খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ওসি হামিদ উদ্দিন আহমদ।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com