
শিবচরে ট্রেনের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
সারাদেশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার, ৩:০৪
অনলাইন ডেস্ক
মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় মাহমুদুল ইসলাম (১০) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯ টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার রেলসড়কের ৫ নং সেতুতে দুর্ঘটনাটি ঘটে। শিশুটি রেল লাইন পার হচ্ছিল। এমন সময় ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মাহমুুদল ইসলাম বড় কেশবপুর এলাকার হাকিম আলি বেপারীর কান্দি গ্রামের মো.জাহাঙ্গীর মোল্লার ছেলে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, রোববার সকালে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে মাহমুদুল ইসলাম মাদ্রাসা থেকে বের হয়। অন্য প্রান্তে যাওয়ার জন্য রেল লাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শিশুটি ওই এলাকার ইক্বরা রওজাতুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র ছিল।