ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

সিলেটে গ্যাসের দাবিতে পরিবহন শ্রমিকদের মহাসড়ক অবরোধ

সারাদেশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ৯:০৫

অনলাইন ডেস্ক


সিলেটে গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। শনিবার সন্ধ্যা ৭ টায় হঠাৎ করে কয়েকশ’ পরিবহন শ্রমিক ঢাকা-সিলেট মহাসড়কের তেলীবাজার নামক স্থানে সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়। সীমাহীন ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রতি মাসের ২০ তারিখের পর থেকে সিলেটের সিএনজি ফিলিং স্টেশনে লোড সঙ্কট তীব্র হয়। এ কারণে সিলেটের সড়কে চলাচলকারী যানবাহনের চালকরা ঘণ্টার পর ঘণ্টা পাম্পে দাঁড়িয়েও গ্যাস সংগ্রহ করতে পারছেন না। সিএনজি ফিলিং স্টেশনের মালিকরা জানিয়েছেন- গ্যাসের লোড সঙ্কটের কারণে এ সমস্যা তীব্র হয়েছে। বিষয়টি জানিয়ে তারা ইতিমধ্যে সিলেটের জেলা প্রশাসক ও বিক্রয়কারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। চলমান গ্যাস সঙ্কট কাটাতে গত সপ্তাহে সিলেটের জেলা প্রশাসককে চিঠি দিয়ে ২৭শে জানুয়ারি মধ্যে বিষয়টির সুরাহার দাবি জানিয়েছেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা। অবরোধকারী পরিবহন শ্রমিকরা জানিয়েছেন- ২০শে ফেব্রুয়ারি থেকে সিলেটের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সঙ্কট চলছে। এতে করে ঘণ্টার পর ঘণ্টা পাম্পে দাঁড়িয়ে থেকেও তারা গ্যাস পাচ্ছেন না। শনিবার সকাল থেকে তারা নগরের দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় গ্যাসের জন্য লাইনে দাঁড়ান।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com