ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

এখনও পুরোপুরি নেভেনি এস আলম চিনি কলের আগুন

সারাদেশ | ৫ মার্চ ২০২৪, মঙ্গলবার, ১:৩০

অনলাইন ডেস্ক


চট্টগ্রাম থেকে চট্টগ্রামের কর্ণফুলীর চরলক্ষ্যা এলাকায় এস আলম রিফাইন্ড সুগার মিলের (চিনির কারখানা) আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরো নির্বাপণ করা যায়নি। মঙ্গলবার সকাল ১০ টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত থেমেথেমে জ্বলছে আগুন। কর্ণফুলী ফায়ার সার্ভিসের ইনচার্জ বরঞ্জীব বড়ুয়া বলেন, অপরিশোধিত চিনির গোডাউন হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের বহু বেগ পেতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো যায়নি। আগুন নেভাতে সময় লাগবে অনেক। ঘটনাস্থলে আমাদের ১৪টি ইউনিটের সদস্যরা, পাশাপাশি ঊর্ধ্বতনরা আছেন। আগুন যাতে কোনোভাবে ছড়িয়ে না যায় সেজন্য আমরা সতর্ক অবস্থানে আছি। ফায়ার সার্ভিস ছাড়াও ঘটনাস্থলে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা রয়েছেন৷ পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। গত সোমবার বিকেল ৩টা ৫৩ মিনিটে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের এই চিনিকলের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে খবর পেয়ে শুরুতে দুটি ইউনিট, পরে আরো ৫টি ইউনিটসহ মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com