ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

ফের মর্টারশেলে কাঁপলো টেকনাফের সীমান্ত এলাকা

সারাদেশ | ২৫ মার্চ ২০২৪, সোমবার, ৩:২৬

অনলাইন ডেস্ক


কক্সবাজার সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও মর্টারশেল ও গুলির শব্দ শোনা গেছে। রোববার রাত ১০টা থেকে থেমে থেমে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ের নাফ নদ সীমান্ত এলাকায় মর্টারশেলের শব্দ পাওয়া যাচ্ছে। এতে আতঙ্কে আছেন সীমান্ত এলাকার লোকজন। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর কবির বলেন, এখন রাত ১টা, এরপরও গোলার শব্দ শোনা সীমান্তে। এমনকি আমার বাড়িতে পর্যন্ত ভারী গোলার শব্দ পাওয়া যাচ্ছে। রাত ১০টা থেকে এভাবে থেমে থেমে বিকট শব্দ এপারে ভেসে আসছে। সীমান্তের লোকজন জানিয়েছেন, কয়েক দিন বন্ধ থাকার পর রবিবার রাতে মিয়ানমারে আবারও দুই বাহিনীর সংঘর্ষ চলছে। এতে হোয়াইক্যং সীমান্তের খারাংখালী, নয়া বাজার, মিনা বাজার, কানজর পাড়া, জিম্মখালী, উনচিপ্রাং, লম্বাবিল সীমান্তের বিকট শব্দ ভেসে আছে। সীমান্তবর্তী মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com